রাঙামাটির পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রং তুলির শেষ আঁচড়

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২৩ ০২:১২:৩৩ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:২৬:২৮
শিশির ভেজা ভেরের শিউলি আর শরতের কাশফুল জানান দিচ্ছে  শারদীয় দুর্গাৎসবের আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে রাঙামাটিতে প্রতিমা তৈরির মৃৎ শিল্পীরা ব্যস্ত সময় পাড় করছেন। মৃৎ শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমা গুলো হয়ে উঠছে অপরূপ সৌন্দর্য্য ও মমতাময়ী। কারিগরেরা প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পাড় করছেন। খড় আর কাঁদামাটি দিয়ে প্রতিমা তৈরিরকাজ প্রায় প্রতিটা মন্ডপেই শেষ। এখন চলছে প্রলেপ ও সঙ্গে রং তুলির কাজ। তাদের নিপুণ হাতে তৈরি হচ্ছে দেবীদুর্গা, গণেশ, লক্ষী, সরস্বতী, কার্তিক, অসুর আর দেবদেবীর বাহন হিসেবে সিংহ, মহিষ, হংস, লক্ষী পেঁচা, ময়ুর’সহ বিভিন্ন প্রতিমা।

আগামী ২০ অক্টোবর ২০২৩ইং (৩ কার্তিক, ১৪৩০)মহাষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা পূজা। পরদিন সপ্তমী তিথিতে পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন। ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হবে।

এবার দেবীর ঘোটকে আগমন এবং ঘোটকে গমন করবেন বলে জানেিয়ছেন মন্দিরের পুরোহিতরা। এ বছর রাঙামাটির ১০টি উপজেলার ৪৩টি পূজামন্ডপে দূর্গোৎসব উদযাপিত হবে।
ছবিটি রাঙামাটি শহরের রিজার্ভ বাজারশ্রী শ্রী গীতাশ্রম মন্দির  থেকে তোলা।

ছবি ও তথ্য - লিটন শীল। ১৬-১০-২৩ইং

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions