খাগড়াছড়ির মাটিরাঙায় বাস উল্টে নিহত ১, আহত ১৩

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২৩ ০২:১০:০১ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩৭:৩৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত ১৩ জন আহত হয়েছেন। রোববার রাত পৌনে টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙার সাপমারা এলাকায় ঘটনা ঘটে। এতে গাজীপুরের তোহালাতপুর এলাকার আলতাফ সরকারের ছেলে মো. মাসুদ নিহত হন এবং অন্তত ১৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুত্বর আহত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়

 

পুলিশ জানায়, খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। মাটিরাঙার সাপমারা এলাকায় পাহাড় নামতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে। 

 

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকারিয়া জানান, নিহতরের মরদেহের আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর চালক পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions