নিরীহ ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৩ ০৩:৪১:৪৭ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৭:৩২:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মজলুম ফিলিস্তিনের আত্মরক্ষার সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি দখলদার ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনীদের গনহত্যা বন্ধ এবং মাসজিদুল আক্বসার পবিত্রতা রক্ষার দাবীতে মানব বন্ধন করেছে পার্বত্য চট্রগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি শাখা।

আজ রোববার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পার্বত্য চট্রগ্রাম উলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা শরীয়ত উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, পার্বত্য চট্রগ্রাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী,পার্বত্য চট্রগ্রাম ওলামা পরিষদের সহ সভাপতি মাওলানা মাজহার হোসেন, পার্বত্য চট্রগ্রাম ওলামা পরিষদের সাংগঠনিক শামসুল আলম, পার্বত্য চট্রগ্রাম ওলামা পরিষদের সহ সাধারণ সম্পাদক উমর আলী সহ পার্বত্য চট্রগ্রাম ওলামা পরিষদের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপিীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকের এই বিক্ষোভ। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে দ্রæত এক কাতারে আসার আহবান জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions