রাঙামাটিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের ৪ ও ৫নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৩ ০৭:২৭:২৪ | আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০১:২৩:৫১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাঙামাটি পৌর শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় কালেক্টরেট মিনিস্ট্রিয়াল কর্মচারী ক্লাবে  সম্মেলনের প্রথম অধিবেশন হয়।

সম্মেলনের উদ্বোধন করেন, স্বেচ্ছাসেবক লীগের রাঙামাটি পৌর শাখার আহ্বায়ক মো: ফরিদুল আলম (ফরিদ) এতে রাঙামাটি পৌর স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ৪নং ওয়ার্ড শাখার সভাপতি মো: এনামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ছাওয়াল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব দেবাশীষ পালিত রাজা।

পৌর শাখার আওতায় ৫নং ওয়ার্ড শাখার সভাপতি বিক্রম কুমার দে' সঞ্চালনায় ১ম অধিবেশনের আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিখিল বড়ুয়া, সদস্য হাজী মোহাম্মদ হেলান উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো: সেলিম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ, সাধারণ সম্পাদক  কিশোর চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তরা বলেন, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে বিএনপি - জামায়াতসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো এখন ষড়যন্ত্রে ব্যস্ত। সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী কর শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে  আবারো পাহাড়ের গণমানুষের নেতা দীপংকর তালুকদার এমপি কে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সময় আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দসহ ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

২য় অধিবেশনে সকলের সম্মতিক্রমে রাঙামাটি পৌর স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল রহমান, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম ৫নং ওয়ার্ডের সভাপতি মো: হাসান সাধারণ সম্পাদক বাবু শীল কে আগামী দুই (০২) বছরের জন্য  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ছাওয়াল উদ্দিন তাদের নাম ঘোষণা করা হয়

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions