দেড়যুগ পূর্তিতে গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে পুর্নমিলনী অনুষ্ঠিত

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৩ ০৬:২৮:২৭ | আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২২:৪৯
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে দেড়যুগ পূর্তি ও পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বায়তুশ শরফ কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গনে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ ছলীমুল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু ওসমান, রাঙামাটি বায়তুশ শরফ আদর্শ দাখিল  মাদ্রাসার সুপার মাওলানা শামসুল আরেফিন, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা ও কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. এখলাছ মিঞা খান প্রমুখ।

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হৃদয়ে বায়তুশ শরফ স্মরনিকার সম্পাদক এম.এ আমিন, প্রাক্তন ছাত্র সংসদের সেক্রেটারি মো. আবু সাঈদ, শিক্ষা সম্পাদক মিনহাজ মুর্শীদ।

 এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, মাইনীমূখ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজি, লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা ও সাধারণ সম্পাদক আরমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বায়তুশ শরফ দরবারের দ্বিতীয় প্রধান ইমাম কেন্দ্রীয় বায়তুশ শরফের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম (রহ.)র স্মরণে স্মরনিকার মোড়ক উন্মোচন ও বৃক্ষ রোপন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions