কাউখালীতে ১৭৬ লিটার ছোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৩ ০১:৫৪:১৯ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৯:৪৩:১৯

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। ২৪ ঘন্টার ব্যবধানে রাঙামাটি কাউখালী উপজেলার রাবার বাগান চেক পোস্টেও ঘাগড়া চেকপোষ্টে সিএনজিতে অভিযান চালিয়ে ১৭৬ লিটার চোলাই মদ মদ বহনকারী দুইটি সিএনজিসহ এক নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউখালী থানা পুলিশ


গোপন সংবাদের ভিত্তিতেে ২৪ঘন্টা ব্যবধানে মঙ্গলবার রাতে রাবার বাগান চেক পোষ্টে তল্লাশি করে রাঙ্গামাটি হতে চট্টগ্রামগামী সিএনজি দুটি সহ  তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ভূজপুর থানার মোঃ  সেলিমের পুত্র মোঃ বাদশা,রাউজান থানার মৃত  লেদু মিয়ার ছেলে মোঃ এমদাত হোসেন, পটিয়া উপজেলার আক্তার হোসেনের স্ত্রী ফৈরদোস বেগম (৩৭)


কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউখালী থানা পুলিশের অভিযানের সময় সিএনজি তল্লাশি চালিয়ে মোট ১৭৬ ছোলাই মদ, মদ বহনকারী দুটি সিএনজি সহ তিনজনকে আটক করা হয়েছে


আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মাদক পাচারের কাজে ব্যবহার করা গাড়িটিও জব্দ করা হয়েছে

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions