রাঙামাটি পুজা উদযাপন কমিটির নেতৃত্বে অমলেন্দু-বিপুল ত্রিপুরা

প্রকাশঃ ০৮ অক্টোবর, ২০২৩ ০৬:৩০:২৮ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৯:৩১:৩২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দীর্ঘ ১২ বছর পর রাঙামাটিতে পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত সবার সম্মতিক্রমে অমলেন্দু হাওলাদারকে সভাপতি ও জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

এর আগে সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক জেলা  সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, যেকোন ধর্মের মূল লক্ষ্য হলো মানুষ গড়া। আমরা মুক্তিযুদ্ধ করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপুল ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের  সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা কমিটি নির্বাচন করা হয়।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions