শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৬ অক্টোবর, ২০২৩ ০৪:২৫:৩৩ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৯:৩৩:১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে  পার্বত্য জেলা রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন রাঙামাটি পুলিশ মীর আবু তৌহিদ।

বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, জেলার ৪১ টি পূজামন্ডপে সর্বোচ্চ নিরপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপ সিসি টিভির আওতার পাশাপাশি সোস্যাল মিডিয়ায় অপপ্রচার ঠেকাতে সাইবার সেল গঠন করা হয়েছে। সব পূজামন্ডপে স্থায়ী পুলিশের পাশাপাশি একাধিক পুলিশ টিম টহলে থাকবে।  পানি পথে নিরাপত্তার জন্য নৌ পুলিশও প্রস্তত থাকবে।

সভায় রাঙামাটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মঠ- মন্দিরের প্রতিনিধি ছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions