বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০২৩ ০৭:৩২:২৪ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৭:৩৬:১০

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এলজিইডি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে  ১৯ কোটি টাকা ব্যয়ে ২০টি প্রকল্পের উদ্বোধন ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

 

বুধবার  দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর সোনাইছড়ি ইউনিয়নে এসব কাজের উদ্বোধন ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বর্তমান সরকারের মেয়াদকালের শেষ সময়ে এসেও উন্নয়নের ধারা অব্যহত রাখতে  পার্বত্য এলাকায় গৃহিত প্রকল্পগুলোর উদ্ধোধন ভিত্তি প্রস্তর স্থাপন করে যাচ্ছেন পার্বত্য মন্ত্রী। 

 

সময়  জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদারসহ   সরকারি উধর্তন কর্মকর্তা, প্রকৌশলী স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

 

উন্নয়ন মুলক কাজের উদ্বোধন শেষে সোনাইছড়ি বাজারের বটতলি মাঠে এক জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নের সরকার। রাস্তা ঘাট, স্কুল কলেজ, মসজিদ-মন্দির, ঘরে ঘরে বিদ্যুত, সেচ ড্রেন,   ইউনিয়ন ভিত্তিক কমিটি ক্লিনিক নির্মাণসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। তাই বাংলাদেশকে একটি  উন্নয়নশীল আত্মমর্যাদাশীল রাষ্ট্র বিনির্মানে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান মন্ত্রী

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions