সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন (তেজস্বী বীর) উপজেলার দুটি মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য এবং কলেজে ভর্তির সঙ্গে চিকিৎসার বাবদ দুজনকে আর্থিক সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় জোনের মাইনীমূখ আর্মি ক্যাম্পে এসব অনুদান প্রদান করা হয়েছে।
এসময় মাইনীমূখ ইউনিয়নের আওতাধীন সোনাই কালু মাঝির টিলা জামে মসজিদের অযু খানার টিন ক্রয় বাবদ আট হাজার টাকা, থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাইট্টাপাড়ার আলতাফ মার্কেট এলাকার সাইফুল্লাহ সাকিবকে হাত ভাঙ্গার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা, পশ্চিম সোনাই তৈয়বিয়া জামে মসজিদের সৌর বিদ্যুৎতের জন্য চৌদ্দ হাজার টাকা, কলেজ ভর্তির জন্য গাঁথাছড়ার হুমায়রা আক্তারকে সাত হাজার টাকা সহ মোট চৌত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে জোন অধিনায়ক হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, আগামীতেও আমাদের এসকল কার্যক্রম অব্যহত থাকবে।