শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০২৩ ০৪:০৭:৪১ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৫:২৩:৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। উৎসব মুখর পরিবেশে  পার্বত্য রাঙামাটি জেলার ৪৩ টি পূজা মন্ডপে প্রতিবছরের ন্যায়  এই বছরও  শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যাতে  সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত  হয় তার জন্য রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সবাইকে অনুরোধ জানান।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির জন্য বিখ্যাত বছরের বিভিন্ন সময় নানা উৎসব লেগে থাকে, তাই উৎসবগুলো যেন আমরা নির্বিঘ্নে করতে পারি সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী শান্তিপুর্ণভাবে দুর্গাপুজা শেষ করতে সকল প্রস্তুতি নিয়েছে। 

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্গাপুজার প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায়  পুলিশ সুপার মীর আবু  তৌহিদ,জেলা প্রশাসন, আইন শৃঙ্খলাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions