অভাবের তাড়নায় লংগদুতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৯:২৭ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০১:৩৮:২২

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।অভাব অনটনের সংসারে ঠিক মতো জুটেনা তিনবেলা দুমুঠো ভাত। তেমনি দুপুরের খাবার খেতে গিয়ে ভাত না পেয়ে রাগে-ক্ষোভে আত্মহত্যা করেন এক কিশোরী। ঘটনাটি রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে

 

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আসমা আক্তার (১৫) নামের এক কিশোরী

 

সূত্রে জানা যায়, মৃত আসমা আক্তার এলাকার মো. হারেজ আলীর মাজেদা বেগম দম্পতির কন্যা

 

পরে খবর পেয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ

 

পারিবারিক স্থানীয় সূত্রে জানা গেছে, আসমাদের পরিবার পারিবারিক ভাবে খুবই অসচ্ছল ছিল। প্রতিদিনের ন্যায় দুপুরে মায়ের কাছে ভাত চাইলে মা তাৎক্ষণিকভাবে ভাত দিতে পারেনি। অল্প ভাত ছোট বোন খেয়েছে এবং আসমাকে ভাত রান্না করে দিবে বলেন তার মা। একথা বলে অপেক্ষা করতে বলেন মেয়েকে। ভাত না পেয়ে রাগে ঘরে সাথে সংযুক্ত ল্যাট্রিনে  গিয়ে গলায় ফাঁস দেয় কিশোরী আসমা। রান্না শেষে খোঁজখুঁজির এক পর্যায়ে ল্যাট্রিনে গিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়

 

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions