নানিয়াচরে অস্ত্রসহ ইউপিডিএফের ১ সদস্যকে আটক

প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৪১:০৮ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০১:২৯:৩১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলার আওতাধীন দিশানপাড়া এলাকায় নানিয়ারচর জোন কর্তৃক যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র গোলাবারুদসহ ইউপিডিএফ (মূল) দলের এক সন্ত্রাসীকে আটক করেছে।

 

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের সহায়তায় দিশানপাড়া এলাকায়  ইউপিডিএফ (মূল) দলের সেকশন কমান্ডার মনিশ চাকমা (৪০) কে আটকের উদ্দেশ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে উক্ত সন্ত্রাসী মনীশ চাকমা (৪০) একটি বাড়িতে আত্মগোপন করে থাকলে ব্যাপক তল্লাশি অনুসন্ধানের পরে তাকে একটি .৩১৫ বোর রাইফেল (ইউএসএ এর তৈরী), ০১ টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড এ্যামুনিশন এবং ০১ টি ওয়াকিটকিসহ বাড়ি হতে গ্রেফতার করা হয়

 

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয় এই সংক্রান্ত বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে

 

নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল গুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions