হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহবায়কসহ ৩ নারী নেত্রী অপহরণের দাবী

প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৪০:০০ | আপডেটঃ ০৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:৫৩:০২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠনইউপিডিএফসমর্থিত নারী সংগঠনহিল উইমেন্স ফেডারেশনএর কেন্দ্রীয় সদস্য খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমা, তাদের সদস্য কর্নিয়া চাকমা নিশা চাকমাকে অপহরণ করা হয়েছে বলে দাবী করেছে সংগঠনটি।

 

তবে, স্থানীয়ভাবে জানা গেছে, গতকাল শনিবার সাজেক থেকে ফেরার পথে জেলার দীঘিনালা থেকে তাদেরকে তুলে নিয়ে যায় কে বা কারা। দীঘিনালা পুলিশ জানিয়েছে, ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি।


শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহৃতদের মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য নব্য মুখোশবাহিনীকে দায়ী করা হলেও সংগঠনের নাম উল্লেখ করা হয়নি

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions