প্রফেসর ড. সেলিনা আখতারের রাবিপ্রবি ভিসি হিসাবে ১বছর পুর্তি পালন

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:০০:৪৫ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৪:৪৯:১৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর . সেলিনা আখতার এর   বছর পূর্তি উপলক্ষে রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি' উদ্যোগে  কেক কাটা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়


এসময়  বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর . কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফসহ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন


উল্লেখ্য, বিগত ১৯ সেপ্টেম্বর ২০২২ শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুসারে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর  অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ () অনুযায়ী রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি, ম্যানেজেমেন্ট বিভাগের অধ্যাপক   বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর . সেলিনা আখতার সে অনুসারে তিনি বিগত ২০ সেপ্টেম্বর ২০২২ সালে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন


এদিকে তাঁর যোগদানে এক বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের  উদ্যোগে  প্রশাসনিক ভবন- এর সামনে উপাচার্য  একটি গাছের চারা রোপন করেন এছাড়া রাবিপ্রবি' কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে  ভাইস চ্যান্সেলরের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয় সাফল্যের এক বছর পূর্তি উপলক্ষে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions