প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৫৫:৩৮
| আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৪:৩৬:২৪
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার, প্রাকৃতিকপ্রজনন ও অবমুক্ত করা কার্প জাতীয় মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষে সব ধরনের মাছ শিকারের উপর ৪ মাস ১২ দিন নিষেধাজ্ঞা আরোপ করেছিল প্রশাসন। যা চলতি মাসের ১লা সেপ্টেম্বর২০২৩ইং থেকে তুলে নেওয়াহয় এ নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে জেলেদের যেন দম ফেলার ফুরসত নেই।
কাপ্তাই হ্রদের যেদিকেই তাকাই প্রায় সব দিকেই দেখা যায় ছোট বড় সব ধরনের জাল,বড়শি ও ফাঁদ দিয়ে রাত-দিন হ্রদে মাছ শিকারে ব্যস্ত থাকে জেলে ও সৌখিন মৎস্য শিকারিরা। নৌকায় স্ত্রী-সন্তানকে সাথে নিয়েই ছোট জাল দিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে এক জেলে পরিবারকে। ছবিটি বরকল উপজেলা থেকে তোলা।
ছবি ও প্রতিবেদন-লিটনশীল।