বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ সহায়তা রেড ক্রিসেন্ট সোসাইটির

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২০:০৫ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ০২:৫০:৪০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বান্দরবানে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২০ সেপ্টেম্বর (বুধবার) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই নগদ অর্থ বিতরণ করেন।

এসময় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ জেলা সদর ও পৌরসভা এলাকার ৫শত ৮৫জন ব্যক্তিকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়। পর্যায়ক্রমে পুরো জেলার ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৯শত পরিবারের মাঝে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, পৌরসভার মেয়র মো.সামশুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো.আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারী অমল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুরসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions