কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে খুলে দেওয়া হয়েছে স্পীলওয়ের ১৬ টি গেইট

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৩৩:৫৫ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৬:৩১:২৩

সিএইচটি টুডে ডট কম,  কাপ্তাই ( রাঙামাটি)গত কয়েকদিনের অতি বৃষ্টিতে  রাঙামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ( কপাবিকে১৬টি গেইটে ইঞ্চি করে পানি নিষ্কাশন শুরু হয়েছে এতে প্রতি সেকেন্ডে হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে


শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কপাবিকে' ১৬ টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছে বলে জানানকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের 

তিনি আরোও বলেন, উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বরকাপ্তাই লেকের পানির উচ্চতা  ছিল ১০৭.৫৪ ফুট  মীন সি লেভেল (এমএসএল) যা রুলকার্ভ` হতে ছয় ফুট উপরে ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবং গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ( শুক্রবার) পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি গেইট ইঞ্চি করে ছেড়ে দিয়েছি প্রতি সেকেন্ডে এই গেইট দিয়ে হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে তবে কাপ্তাই লেকে সর্বোচ্চ পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল


বিদ্যুৎ কেন্দ্রের গণ বিজ্ঞপ্তি সূত্রে আরোও জানা যায়, কেন্দ্রের টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন এর জন্য প্রতি সেকেন্ড আরোও ২৫ হাজার কিউসেক পানি  নিষ্কাশন হচ্ছে 

 

প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে টি ইউনিট হতে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রীডে যুক্ত করা হয়

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions