জগন্নাথের শিক্ষার্থী খাদিজার মুক্তি চেয়ে রাবিপ্রবিতে তিন শিক্ষার্থীর মানববন্ধন

প্রকাশঃ ০৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৫:৫৬ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০২:২২:১৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) দুই মামলায় কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তি চেয়ে মানববন্ধন করেছে তিন শিক্ষার্থী


আজ সোমবার ( সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী তারা মানববন্ধন থেকে জগন্নাথের শিক্ষার্থী খাদিজার নিঃশর্ত মুক্তি জনগণের বাকস্বাধীনতা প্রকাশে বাধা দেয়- এমন আইন বাতিলের দাবি জানিয়েছেন


মানববন্ধনে অংশ নেয়া তিন শিক্ষার্থী হলেন- রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মতিন, উইলিয়াম ত্রিপুরা অমিয় দত্ত


মানববন্ধনে অংশ নেওয়া রাবিপ্রবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মতিন বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী খাদিজাতুল কুবরা দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে বিনাবিচারে কারাবাস করছেন ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করা হয়েছে কিন্তু কোন দোষে তাকে এখনো মুক্ত করা হল; না তা আমাদের বোধগম্য নয়'


মতিন আরও বলেন, 'পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এভাবে বিনাবিচারে কারাবাস করছে আর আমরা পিঠ বাঁচিয়ে ঘুরছি, এটাই কি সেই শিক্ষার্থীদের ঐক্য? শিক্ষার্থীদের ঐক্য কি আজ স্বার্থের কাছে বিক্রি হয়েছে? আমরা জনগণের টাকায় চালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এর তীব্র নিন্দা জানাই কথা বলা আমাদের অধিকার এবং এটাই গণতন্ত্রের আসল সংজ্ঞা গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা থাকবে বিপক্ষ মত থাকবে তাই বলে আমার কন্ঠনালী রোধ করার অধিকার কারো নেই অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক'


জানা গেছে, খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions