রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশঃ ০১ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:২৭:৫৬ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ১০:১৭:১০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সমাজ সেবা উন্নয়ন কার্যক্রমের আওতায় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং রাঙামাটি রোটারেক্ট ক্লাবের উদ্যোগে; রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে প্রায় দেড় শতাধিক ঔষধি, ফলজ বনজ বৃক্ষের চারা সৃজন করা হয়

 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর . সেলিনা আখতার। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর . কাঞ্চন চাকমা।

 

বৃক্ষ রোপন কর্মসূচীর পৃষ্ঠপোষক রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামীম আহমেদ সাধারণ সম্পাদক শাওন ফরিদ এবং সমাজ সেবা উন্নয়ন সম্পাদক জনাব লোকমান হাকিম হীরা।

 

বৃক্ষ রোপন কর্মসূচীর পূর্বে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর . সেলিনা আখতার বিশেষ অতিথি প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর . কাঞ্চন চাকমার সাথে মত বিনিময়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং তাঁদের হাতে সংগঠনের স্মারক গবেষণা গ্রন্থ তুলে দেন শাওন ফরিদ

 

বৃক্ষ রোপন কর্মসূচীতে উদ্যোক্তা সংগঠন রাঙামাটি রোটারেক্ট ক্লাবের সভাপতি রোঃ নাজমা আকতার, আইপিপি রোটারিয়ান আলী হোসেন, রোঃ তানভীর রোঃ ঈমাম হোসেন তুহিন উপস্থিত ছিলেন

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions