কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭৭৪ জন পরীক্ষার্থী

প্রকাশঃ ২৮ অগাস্ট, ২০২৩ ১২:১৯:৫২ | আপডেটঃ ০১ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৪:৫৮

সিএইচটি টুডে ডট কম,  কাপ্তাই ( রাঙামাটি)চট্টগ্রাম বোর্ডের অধীনে  রবিবার ( ২৭ আগস্ট ) সকাল ১০  টা হতে  রাঙামাটির কাপ্তাই শুরু হয়েছে  এইচএসসি পরীক্ষা এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে  বিজ্ঞান, মানবিক ব্যবসা শাখা বিভাগে সর্বমোট শত ৭৪  জন  পরীক্ষার্থী অংশ নিচ্ছেন


কর্ণফুলী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  সিরাজ উদ্দীন  জানান,  কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট শত ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন তৎমধ্যো কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শত ৪৪ জন  এবং   কর্ণফুলি সরকারি কলেজ হতে  শত ৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন


এদিকে প্রথমদিন  কেন্দ্র পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন


এসময় তিনি  বলেন,  কাপ্তাই উপজেলায় একমাত্র  কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক  আমাদের সকল প্রস্তুতি রয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে সকাল হতে বৃষ্টি হলেও এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা চলছে 


কেন্দ্রের ২শত  গজের মধ্যে আইনশৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে বলে তিনি জানান

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions