রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশঃ ২৭ অগাস্ট, ২০২৩ ০৩:১৮:০৫ | আপডেটঃ ০১ ডিসেম্বর, ২০২৪ ০৩:২৫:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে রাঙামাটি পৌর আওয়ামীলীগের আওতাধীন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধা ৭টায় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের রাঙাশ্রী কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিমল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।

আলোচনা সভায় জেলা আওয়ামীলগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ,  রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, আইন বিষয়ক সম্পাদক কল্যাণ মিত্র, জেলা ওলামা লীগের সভাপতি কারি ওসমান গণি সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তরা দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শকে হত্যা করা যায়নি। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তিযুদ্ধ  হলো আমাদের অহংকার’ এ কথা উল্লেখ করে বক্তারা আরো বলেন, শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস করা যাবে না। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভার  আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং ১৫ আগস্টে নিহতদের স্মরণে নিরবতা পালন  করা হয়। আলোচনা সভা শেষে, পরে পবিত্র ফাতেহা পাঠ করে নেতবৃন্দ বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় ৪ নেতা ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অংশ নেন।



সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions