রাঙামাটি সরকারী কলেজে নানা সংকট নিরসনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশঃ ২৩ অগাস্ট, ২০২৩ ০১:৫৬:২৬ | আপডেটঃ ০১ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৫:২৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সরকারীকলেজে শিক্ষক, পরিবহন,হোষ্টেল ও নানা সংকট নিরসনের দাবীতে আজ মঙ্গলবার রাঙামাটিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজ গেইটের সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি সুমন চাকমা। বক্তব্য দেন পাহড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধার সম্পাদক থোয়াইশে জাইচাক, পিসিপির জেলা শাখার সাধারন সম্পাদক টিকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সাধারন সম্পাদক সোনারিতা চাকমা, পিসিপির কলেজ শাখার সহ-সভাপতি অমর জ্যোতি চাকমা প্রমুখ। মানববন্ধনে কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশ নেয়।

মানবন্ধনে বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ রাঙামাটি সরকারী কলেজে ১৩ হাজার ৫৮ জনশিক্ষার্থী রয়েছে। এতো সংখ্যক শিক্ষার্থীদের জন্য ১৩টি ডিপার্টমেন্টেরজন্য মাত্র ৫০ জন্য শিক্ষক রয়েছেন। প্রতিটি ডিপার্টমেন্টে ৩ থেকে ৪ জন শিক্ষক রয়েছেন। এছাড়া কলেজের তীব্র শিক্ষক সংকট ছাড়াও দীর্ঘ বছর ধরে শ্রেনী কক্ষ,পরিবহন, হোস্টেলসহ নানান সংকট রয়েছে। দীর্ঘ দিনের এ সংকট নিরসনে কর্তৃপক্ষ কোন প্রকার উদ্যোগ গ্রহন না করায় শিক্ষার ক্ষেত্রে অবহেলিত ও পিছিয়ে রয়েছে। বক্তারা অবিলম্বে কলেজের শিক্ষক, পরিবহন, হোষ্টেলসহ নানান সংকট নিরসনের জন্য সরকারের কাছে দাবী জানান। অন্যাথায় শিক্ষার্থীদের নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions