২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ-সমাবেশ

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০২৩ ০৪:২৫:০৭ | আপডেটঃ ০১ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪৬:৩৮

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। ভয়াল ২১শে আগষ্ট ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে লংগদু উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল আলোচনা সভা করা হয়েছে

 

সোমবার (২১ আগষ্ট) সকালে লংগদু উপজেলা সদরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে এসে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পন চাকমা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রমুখ

 

এসময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ চাকমা রকি, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম সহ উপজেলা আওয়ামী লীগের, অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

 

সভায় বক্তারা বলেন,  তৎকালীন খালেদা-নিজামী জোট সরকারের নীল নকশা অনুযায়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নারকীয় হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। বক্তারা এই হামলার তীব্র নিন্দ্বা জানিয়েছেন

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions