রাঙামাটিতে পিসিসিপি'র সাপছড়ি ইউনিয়ন কমিটি ঘোষণা

প্রকাশঃ ৩১ মে, ২০২৩ ০৮:৪১:০৭ | আপডেটঃ ০১ জানুয়ারী, ২০২৫ ০৫:৪২:১২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি') রাঙামাটি সদর উপজেলাধিন সাপছড়ি ইউনিয়ন কমিটি ঘোষণা  উপলক্ষে ৩০ মে মঙ্গলবার সন্ধ্যায় কর্মি সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ির কাঠ ব্যবসায়ী সমিতি অফিসে

 

উক্ত কর্মি সভা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ হাবিব আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি' কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি' কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক সোলায়মান, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক লোকমান, রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট লেখক সোহেল রিগ্যান, পিসিএনপি রাঙামাটি সদর উপজেলা সভাপতি মোঃ ছগির আহম্মেদ, পিসিসিপি রাঙামাটি সরকারি কলেজ আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, পৌর সভাপতি মোঃ পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ

 

সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) সাপছড়ি ইউনিয়ন কমিটির সভাপতি রাজিবুল হাসান রাজিব, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনান এর নাম ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি মোঃ হাবিব আজম

 

কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে পিসিএনপি' কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিব বলেন, পাহাড়ে বাঙালিরা আজ পদে পদে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, মৌলিক অধিকার হারা ৩০,০০০ হাজার বাঙালীকে গুচ্ছগ্রামে বন্দি রেখে মানবতর জীবন-যাপন এবং ওদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে পিছিয়ে পড়া হিসেবে শুধু উপজাতিদের একটি অংশ সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাঙালিরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সর্বক্ষেত্রে আজ বৈষ্যমের শিকার হচ্ছে তাই অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিকল্প নেই

 

কর্মীসভায় সভাপতিত্বের বক্তব্যে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবিব আজম বলেন, পাহাড়ে আজ বাঙালি শিক্ষার্থীরা পদে পদে নির্যাতিত, নিপীড়িত,বঞ্চিত,মৌলিক অধিকার হারা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপজাতিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ পাহাড়ের বাঙালিরাও বর্তমানে উপজাতিদের থেকে আরো বেশী পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিন্তু পাহাড়ের বাঙালি ছাত্রছাত্রীদের প্রতি কারো নজর নেই তাই জনসংখ্যা অনুপাতে  সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালি ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions