বান্দরবানে সাংগু নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

প্রকাশঃ ২৮ মে, ২০২৩ ০৩:৫১:৫৩ | আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০:০৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের সাংগু নদীতে গোসলে নেমে মো. হামিদ (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকালে এই ঘটনা ঘটে। মো.হামিদ বান্দরবান পৌরসভার জালালাবাদ এলাকার মো. ইউসুফের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে পাড়ার কয়েকজন শিশুর সঙ্গে হামিদও নদীর চরে খেলতে যায়। একপর্যায়ে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় সে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করে।

হিলভিউ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.কামরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হামিদ এর মৃত্যু হয়েছিল।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো.নাজমুল হোসেন জানান, স্থানীয়রা সাংগু নদীতে এক শিশু ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে আমাদের অবহিত করেছিল,আমরা সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই শিশুকে স্থানীয় বাসিন্দারা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions