প্রকাশঃ ২৬ মে, ২০২৩ ০৭:৩৫:২৬
| আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:২১:৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচি উপজেলায় বিদ্যুৎতের খুঁটিতে জড়িয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) দুপুর দেড়টায় বান্দরবানের থানচি সদরের মৈত্রী শিশু সদনে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিম বিলছড়ি গ্রামের বাসিন্দা সৈয়দ নুরের ছেলে আবদুল গফুর (৪৬)।
ঘটনার পরে তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডা: মিহরাব তাঁকে মৃত ঘোষনা করেন।
নির্মান শ্রমিকের দল নেতা রাজ মিস্ত্রী মো: হাফেস জানান, সকালে ভবনের নির্মাণ কাজের জন্য দুই গাড়ি বালি নিচ থেকে উপরে উঠানোর জন্য চারজন শ্রমিক আলিকদম থেকে আসে। পরে তারা বস্তায় করে বালির তোলার সময় ক্লান্ত হয়ে একজন সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির টানা তারে হাত দেয়,সেখানে বিদ্যুৎ সঞ্চালন থাকায় সকলের সামনে আবদুল গফুর মারা যায়।
বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, মৃত ব্যক্তির স্বজনদের খুজে তার মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।