রাঙামাটিতে মহিলা কলেজের ছাত্রীদের কাছ থেকে ৯৪টি মোবাইল জব্দ

প্রকাশঃ ১৭ মে, ২০২৩ ১০:৪১:২৫ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১২:২৫:১২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীদের কাছ থেকে ৯৪টি মোবাইল ফোন জব্দ করেছে কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে কলেজে ফোননিয়ে আসা ব্যবহারে নিষেধাজ্ঞাথাকা সত্ত্বেও শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করে মোবাইল ব্যবহারের অভিযোগে ছাত্রীদের কাছ থেকে মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ

 

বুধবার (১৭ মে) কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৯৪টি মোবাইল ফোন জব্দ করায় ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কলেজের ইংরেজির প্রভাষক মো. রবিউল হোসাইন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে দীর্ঘদিন ধরে কলেজে মোবাইল ফোন নিয়ে আসা এবং ব্যবহার করা নিষিদ্ধ ইদানিং একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম চলাকালীন শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করে কমন রুম, লাইব্রেরিসহ কলেজ ক্যাম্পাসে অনিয়ন্ত্রিতভাবে মোবাইল ফোন ব্যবহার করছে তাই বাধ্য হয়ে আজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৯৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে

 

বিষয়ে জানতে চাইলে রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক খোন্দকার বলেন, ‘কলেজে ভর্তির সময়েও বলা হয়ে থাকে মোবাইল ব্যবহার করা যাবে না কিন্তু অনেকে ক্লাস ফাঁকি দিয়েও মোবাইল ব্যবহার করছে আজকে কিছু মোবাইল জব্দ করা হয়েছে এগুলো সামনের সপ্তাহে অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ফেরত দেয়া হবে অনেকে আজকেও নিয়ে গেছেন

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions