“লক্ষীছড়িতে নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে জেএসএসের বিক্ষোভ সমাবেশ”

প্রকাশঃ ১৭ মে, ২০২৩ ০৮:০৫:৩৪ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৩৬:০৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) লক্ষীছড়ি থানা কমিটির আহবায়ক নীলবর্ণ চাকমাকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সংগঠনটি।


মহাজনপাড়া থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কায়ারে গিয়ে সমাবেশ করে।  


সমাবেশ থেকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে চুক্তি বিরোধী উল্লেখ করে জেএসএস লক্ষীছড়ি থানা কমিটির আহবায়ক নীলবর্ণ চাকমাকে ব্রাশ ফায়ার করে হত্যার চেষ্টার জন্য দায়ী করে জড়িতদের শাস্তির দাবী জানান বক্তারা।

সময় ইউপিডিএফকে পার্বত্য চট্টগ্রামে শান্তি বিনষ্টকারী মন্তব্য করে পাহাড়কে অস্থিতিশীল করে তোলার চেষ্টায় লিপ্ত উল্লেখ করে হামলার জন্য দাঁতভাঙ্গা জবাব দিতে নেতাকর্মীদের তৈরী থাকার আহবান জানিয়ে ইউপিডিএফকে আর কোন ছাড় দেওয়া হবেনা বলেও প্রকাশ্যে ঘোষনা দেন বক্তারা।

বক্টারা আরো বলেন, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়িয়ে নীতিহীন সংগঠন দিয়ে লুটপাট করে জুম্মজাতির সাথে প্রতারণার ফাঁদ পেতেছে বলেও মন্তব্য করে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা। হামলার জন্য ইউপিডিএফকে মাশুল দিতে হবে বলে হুশিয়ারী জানান তারা

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions