প্রয়াত সেনা সদস্যের সন্তানের প্রাতিষ্ঠানিক ব্যয়ভার গ্রহণ করল লেকাস কর্তৃপক্ষ

প্রকাশঃ ১২ মে, ২০২৩ ০৬:৪৬:২৮ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০১:২৬:২৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গত ৩০ মার্চ ২০২৩ তারিখে দায়িত্বরত অবস্থায় শারীরিক অসুস্থজনিত কারণে সেনা সদস্য নন্দ বিকাশ চাকমা আকস্মিক মৃত্যুবরণ করেন। নন্দ বিকাশ চাকমা-এর অকাল প্রয়াণে সহমর্মিতা ও সহযোগিতার নির্দশন স্বরূপ জুন ২০২৩ খ্রিস্টাব্দ হতে এই প্রতিষ্ঠানে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত তুষার চাক্মা-এর স্কুল জীবনে পড়াশুনার যাবতীয় প্রাতিষ্ঠানিক ব্যয়ভার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এর পরিচালনা পর্ষদ বহন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ ১১ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভায় প্রয়াত সেনা সদস্য নন্দ বিকাশ চাকমা-এর সহধর্মিনী মিসেস জুলি চাকমা-এর হাতে এই সংক্রান্ত একটি অঙ্গীকার পত্র তুলে দেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি-এর পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি। এ সময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি লে: কর্নেল বিএম আশিকুর রহমান, পিএসসি, সিনিয়র সমন্বয়কারী ব্রিগেড মেজর মো: শফিকুল ইসলাম, পিএসসি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions