বান্দরবানের রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশঃ ০৯ মে, ২০২৩ ০৫:২৭:৫১ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৩:১৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে এ মরদেহ গুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়,সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পার্বত্য এলাকার দুটি সশস্ত্র গ্রপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এই নিহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা ৩জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে, এই বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান আছে।

বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম ৩জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা স্বীকার করে লাশগুলো ঘটনাস্থল থেকে রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসছে বলে জানান। পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম আরো জানান, মরদেহের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে শীঘ্রই বিস্তারিত জানা যাবে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions