আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

প্রকাশঃ ০৪ মে, ২০২৩ ০৩:২২:১০ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪২:৫৬

সিএইচটি টুডে ডট কম,  আলীকদম (বান্দরবান) বান্দরবানের আলীকদম উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বোধিবৃক্ষে পানি উৎসর্গের মাধ্যমে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) শুভ বুদ্ধ পূর্ণিমা 

 

উপলক্ষে বুধবার ( মে) বিকালে ঘটিকার সময় বাবুপাড়া বৌদ্ধ বিহারের সদ্ধর্ম দায়ক- দায়িকাদের অংশগ্রহণে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয় এসময় বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারী, দায়ক- দায়িকা,উপ-উপাসীকাবৃন্দ চন্দনের পানি ফুল নিয়ে অংশগ্রহণ করেন 

 

শোভাযাত্রাটি বাবু পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাবুপাড়া বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে এসে সমবেত হন পূজারীরা সেখানে প্রার্থনা পঞ্চমশীল গ্রহনের পর চন্দনের জল ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজাঁ করেন সময় সকলের উদ্দেশ্য ধর্ম দেশনা দেন বাবু পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাইংঞা থের

 

ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীরা ভগবানে নিকট ইহকাল পরকালের শান্তির পাশাপাশি দেশ জাতির উদ্দেশ্য মঙ্গল কামনায় বিশেষ সমবেত প্রার্থনা করেন

 

উল্লেখ্য যে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত বুদ্ধ পূর্ণিমা তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions