রাঙামাটিতে স্মার্ট জেলা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৩ মে, ২০২৩ ০৫:৫৪:৪০ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪৯:৪৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। স্মার্ট জেলা পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়ে শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ( মে) বিকেলে  রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়

 

সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ

 

 

এসময় আয়োজিত সভায় স্মার্ট বাংলাদেশ নিয়ে বিভিন্ন আইডিয়া প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখেন, রাঙামাটি  বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী মো: জাকির হোসেন, টিআইবির বেনজিন চাকমা, কে এম মুন্না তালুকদার, রাঙামাটি সরকারী স্কুলের ছাত্র ইকবাল খন্দকার তানভীর, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রিশিতা চাকমা প্রমুখ

 

বক্তারা বলেন, পর্যটক বান্ধব ও স্মাট শহর গড়ে তোলতে হলে আমাদের সম্মিলিত ও সমন্বিতভাবে কাজ করতে হবে।রাঙামাটি শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions