রাঙামাটিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশঃ ০১ মে, ২০২৩ ০৬:৩৫:৪০ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৪৩:০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশের মত  রাঙামাটিতেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে জেলার মোট ৩৪টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১০ হাজার একজন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। যার মধ্যে এসএসসিতে ৮ হাজার ৩৯১ ভোকেশনালে ১ হাজার ৬৩ ও দাখিনে  ৫শ ৪৭ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার প্রতিটি কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে  ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিভিন্ন ঘুরে ঘুরে পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় তিনি জানান, জেলার  মোট ৩৪টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এর আগে পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপুর্ণ করতে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র প্রধানদের সাথে বৈঠক করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।   


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions