রুমা’য় সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলি,এলাকায় আতংক

প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৩ ০৭:৩১:৩৭ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৫০:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের দুর্গম ৮নং ওয়ার্ডের মুয়ালপি পাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র দুই গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদশক,তদন্ত ) মো. মনির।  তিনি জানান, ভোর ৪টা থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সঙ্গে  ইউপিডিএফ গণতান্ত্রিক (সংস্কার) গ্রুপের গোলাগুলি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তিনি আরো জানান, দুপুর ২টা নাগাদ গোলাগুলি বন্ধ হয়েছে এবং আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে কাজ করছি।

সুত্রে জানা যায়, গোলাগুলির ঘটনায় আতংকে মুয়ালপি পাড়ার বেশ কয়েকটি পরিবার রুমা সদরে আশ্রয় নিয়েছে,এখন ওই এলাকা জনশূন্য।
প্রসঙ্গত : এর আগে গত ২১ এপ্রিল মুয়ালপি পাড়ার সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এলাকায় আতংক সৃষ্টি হয় এবং ওই পাড়ার ৫০টি মারমা পরিবারের ২৩৩জন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে রুমা উপজেলা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভবনে আশ্রয় নেয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions