পংকজ ভট্টাচার্যের প্রয়াণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শোক

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৩ ০৮:০২:২৭ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৩১:৩২

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অকৃত্রিম বন্ধুপার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নির্ভরযোগ্য পরীক্ষিত সহযোদ্ধাআজীবন আপোষহীন সংগ্রামীবর্ষীয়ান রাজনীতিবিদবাংলাদেশের আদর্শবান বিপ্লবীগণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনৈতিক সামাজিক আন্দোলনের অন্যতম পুরোধাঐক্য ন্যাপের সভাপতি  পংকজ ভট্টাচার্যের মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গভীর দুঃখ শোক প্রকাশ করছে এবং জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অনুপ্রেরণার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। একই সাথে প্রয়াত এই মহান ব্যক্তির শোকসন্তপ্ত পরিবার আত্মীয়-স্বজনদের প্রতিও জনসংহতি সমিতি জ্ঞাপন করছে গভীর সমবেদনা সহমর্মিতা

আজ ২৪ এপ্রিল ২০২৩ ভোর রাত ১২:২৮ টায় নিউমোনিয়া  শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালে মৃত্যুবরণ করেন পংকজ ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর মাস। তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের মহান নেতাবিপ্লবীপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার ঘনিষ্ট বন্ধু সংগ্রামী সহযোদ্ধা এবং বহু সংগ্রামী ঘটনাবলীর প্রত্যক্ষ সাক্ষী

তিনি শুধু পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ নয়যুগপৎভাবে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীসারাদেশের সংখ্যালঘু এবং শোষিত-বঞ্চিত মেহনতী সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেরও বিশ্বস্ত এক বন্ধু এবং বলিষ্ঠ কন্ঠস্বর। পাহাড়ে কিংবা সমতলে যেখানেই প্রান্তিক মানুষেরা তাদের সংকটে উৎসবে ডেকেছেন সেখানে তিনি তাঁর বার্ধক্যকে উপেক্ষা করে পরম ভালোবাসায় ছুটে গিয়েছেন। তাঁর প্রয়াত স্ত্রী নারী নেত্রী রাখী দাশপুরকায়স্থ নিজেও ছিলেন পাহাড় সমতলের আদিবাসীদের অন্যতম পরম বন্ধু। পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণসহ দেশের আদিবাসী মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর তাঁর পরিবারের অবদান চির ভাস্বর চির স্মরণীয় হয়ে থাকবে

পংকজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে এক শিক্ষিতপ্রগতিশীলসংগ্রামী মধ্যবিত্ত পরিবারে। তাঁর পিতা প্রফুল্ল কুমার ভট্টাচার্য ছিলেন উচ্চশিক্ষিত প্রগতিমনা স্কুলশিক্ষকআর মা মনিকুন্ডলা দেবীও ছিলেন তৎকালীন সমাজে মহিয়সী এক নারী। তাঁর পিতামহ রমেশ চন্দ্র ভট্টাচার্য ছিলেন চট্টগ্রামের একজন প্রসিদ্ধ আইনজীবী সমাজ সংস্কারক

 

(প্রেসবিজ্ঞপ্তি)

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions