খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে রামনবমী উৎসব উদযাপন

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৩ ০৯:৪৬:৫৭ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৭:৪৬:০৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে মর্যাদা পুরোষোত্তম শ্রী রামচন্দন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে গীতা  দান,সমবেত উপাসনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে উপলক্ষে আলোচনা সভা গীতা শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  শ্রীমভগবদগীতা বই বিতরণ করা হয়। সময়  সনাতন ছাত্র-যুব ফোরাম খাগড়াছড়ি সদর কমিটি' সভাপতি নয়ন আচার্য্য' সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী

 

 

সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাতন ছাত্র-যুব পরিষদ সদর কমিটির সাধারণ সম্পাদক তুষার আচার্য্য এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুল সেন

 

 

সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটি' সাধারণ সম্পাদক নির্মল দেব,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দীপংকর চন্দ্র মন্ডল,সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য (রানা),অনিল দেব,চিত্তরঞ্জন দেব,লিটন চৌধুরী প্রমুখ

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions