"সবার উপরে দেশ এই মূলমন্ত্রে সেনাবাহিনী পাহাড়ে কাজ করছে" : খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

প্রকাশঃ ২৮ মার্চ, ২০২৩ ০৪:৩১:৪৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:৩৫:১৯

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)"পাহাড়ে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষে সকলকে কাজ করে যেতে হবে। পাহাড় থেকে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের দমনে সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার সমতলের ন্যায় পার্বত্য অঞ্চলেও যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সবার উপরে দেশ মূলমন্ত্রে সেনাবাহিনী কাজ করছে" বলে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গোলাম মাহি উদ্দিন আহমেদ এসব কথা বলেন

 

পার্বত্যাঞ্চলে স্থিতিশীলতা শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে আসছে

 

এরই ধারাবাহিকতায় রাঙামাটির লংগদুতে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মাইনীমুখ আর্মি ক্যাম্পে লংগদু জোনের সার্বিক ব্যবস্থাপনায় রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক ১০০টি দরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান বিজু উৎসব উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়। জোনের পক্ষ হতে সর্বমোট লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান এবং সহায়তা প্রদান করা হয়। 

 

এসময় ১৫ জন অসহায় জনসাধারণের মাঝে চিকিৎসা সহায়তা দরিদ্রতা দূরীকরণের লক্ষ্যে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত করল্যাছড়ি এবং দাঙ্গাবাজারে ২টি গভীর নলকূপ প্রদান, ২টি পরিবারকে ছাগল প্রদান, একজন মহিলাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই মেশিন প্রদান এবং ২টি পরিবারকে টিন সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মেধাবী এবং আর্থিকভাবে অস্বচ্ছল ১৩জন ছাত্র-ছাত্রীদের জোনের পক্ষ হতে বৃত্তি প্রদান করা হয়। 

 

পরে স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বৃদ্ধিকল্পে রিজিয়ন কমান্ডারের উপস্থিতিতে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রিজিয়ন কমান্ডার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্বে সকলেই তাদের স্থানীয় সমস্যার উপরে আলোকপাত করেন এবং সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা বিশ্বাসের কথা তুলে ধরেন

 

এসময় সভায় লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, প্রকৌশলী শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা বিএনপি' সভাপতি মো. তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions