খাগড়াছড়িতে ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৬৬টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে

প্রকাশঃ ২১ মার্চ, ২০২৩ ০৬:৪৯:৫৫ | আপডেটঃ ২০ মে, ২০২৪ ০৮:১৮:৩৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আগামীকাল (বুধবার) খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিশেবে তৃতীয় পর্যায়ের ১৬টিসহ হাজার ৬৬টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে এরমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩৬টি, মহালছড়িতে ৮০টি, দীঘিনালায় ৫০টি, পানছড়িতে ২৭টি, রামগড়ে ৩৩টি, গুইমারায় ৭৫টি, মাটিরাঙ্গাতে ৫০টি, মানিকছড়িতে ২৫টি এবং লক্ষীছড়িতে ৯০টি


মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান


জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সারথী হিসেবে কাজ করে যাচ্ছি


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব ভূমি অধিগ্রহণ শাখা) মঞ্জুরুল আলম, খাগড়াছড়ি প্রেনক্লাব সভাপতি জীতেন বড়য়া, জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, পেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমা এবং প্রেসক্লাবের সাবেক সাধা: সম্পাদক আজিম-উল-হক উপস্থিত ছিলেন


প্রসঙ্গত, আগামীকাল বুধবার (২২ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions