রাঙামাটিতে ব্রাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২১ মার্চ, ২০২৩ ১২:২১:২৬ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০৮:৫০:৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন রাঙামাটিতে শুধুমাত্র নারী উদ্যোক্তদের জন্য একটি বিশেষ সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামুলক কর্মসুচী চালু করতে যাচ্ছে। এই কর্মসুচীর লক্ষ্য হলো প্রথম দফায় ১০০জন সম্ভবানাময় নারী উদ্যোগক্তাদের ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতা উন্নত করা এবং তাদের ব্যবসাকে জেলার বাইরে সম্প্রসারন করতে সহযোগিতা করা।

আজ বিকালে রাঙামাটি পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে এই প্রশিক্ষণ কর্মসুচীর ঘোষণা করা হয়।  এসময় ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ হোসেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড: মো: মাসুদুর রহমানসহ ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কর্মসুচী নিয়ে বলেন, আমরা পার্বত্য অঞ্চলে এই প্রশিক্ষণ কর্মসুচী শুরু করতে পেরে আনন্দিত। এর মাধ্যমে তৃণমুল পর্যায়ে নারী উদ্যোক্ত বেরিয়ে আসবে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।

এসময় তিনি আগামী ৬ মাসের মধ্যে রাঙামাটি ও খাগড়াছড়িতে ব্র্যাক ব্যাংকের সাব ব্রাঞ্চ স্থাপনের ঘোষণা দেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions