লংগদুতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০ মার্চ, ২০২৩ ০৮:৩৯:৫৩ | আপডেটঃ ২০ মে, ২০২৪ ০৪:৩০:৩৪

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শহর-গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন এবং অবহেলা-অনাদরে বেড়ে ওঠা শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

 

সোমবার (২০ মার্চ) সকাল ৯টায় উপজেলা প্রশাসন মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়

 

উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবরের সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান

 

এসময় লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী, মাইনীমূখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ রেজাউল করিম, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার ফোরকান আহমেদ, মাইনীমূখ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজি, লংগদু সরকারি কলেজের প্রভাষক খন্দকার হাসান আলী অমিত দাশ, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল রেজা সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকগণ প্রতিযোগিতারা উপস্থিত ছিলেন

 

প্রতিযোগিতায় উপজেলার ১০ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে ৩টি গ্রুপে ৪টি বিষয়ে মোট ১২ জন প্রতিযোগী উপজেলায় শ্রেষ্ঠ স্থান অধিকার করে। বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions