প্রণোদনা পেলেন লংগদু উপজেলার ১২শ কৃষক

প্রকাশঃ ১৯ মার্চ, ২০২৩ ০৮:২৭:৫২ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০১:০৩:১৪

সিএইচটি টুডে ডট কম,  লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে ১২শ ক্ষুদ্র প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রণোদনাআজ রোববার (১৯ মার্চ) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ কার্যক্রম করা হয়

 

সকাল ১১টায় উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রণোদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী।  উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম

 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রতন চৌধুরী। 

 

উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম জানান, ২০২২-২৩ মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নের ১২শ ক্ষুদ্র প্রান্তিক কৃষক বাছাই করে তাদের মাঝে ১০কেজি করে ডিএপি এমওপি সার এবং ৫কেজি আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions