প্রকাশঃ ০৫ মার্চ, ২০২৩ ০৭:৪৫:১৭
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০২:০৩:১৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-খাগড়াছড়ি জেলা কমিটির নতুন সভাপতি হয়েছেন, বিশিষ্ট আইনজীবি নাসির উদ্দিন আহমেদ এবং সা. সম্পাদক নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী নির্মল কান্তি দাশ।
শনিবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব’র হলরুমে জেলা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিস্বত্ত দেওয়ান’র সভাপতিত্বে এবং সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতভাবে একুশ সদস্যের নতুন এই কমিটি গঠন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুজন’র কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
এছাড়া সভায় আলোচনায় অংশ নেন সুজন-খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক সভাপতি ড. সুধীন চাকমা, সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত, দীঘিনালা ডিগ্রি কলেজ’র সহকারি অধ্যাপক দীলিপ চৌধুরী, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক অংপ্রু মারমা, সাংবাদিক আজিম উল হক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, কবি সোনালি চাকমা, সমাজকর্মী অলকেশ চাকমা, একাত্তর টিভি প্রতিনিধি রূপায়ন তালুকদার, সাংবাদিক ও শিক্ষক তমাল দাশ লিটন এবং দেশ টিভি’র প্রতিনিধি অপু দত্ত।
সভায় উন্নয়ন সংগঠক অরুণ কান্তি চাকমা ও লালসা চাকমাকে সহ-সভাপতি, সুদর্শন দত্ত ও মথুরা বিকাশ ত্রিপুরাকে সহ-সা. সম্পাদক, সাংবাদিক আজিম-উল হককে সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক চিংমেপ্রুকে কোষাধ্যক্ষ করে একুশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সুজন-খাগড়াছড়ির কর্মতৎপরতাকে গতিশীল করতে সংগঠনের সাবেক জেলা সভাপতি-সা. সম্পাদক ছাড়াও সিনিয়র নাগরিকদের নিয়ে একটি নয় সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।