জুরাছড়ির বনযোগীছড়া ইউপি চেয়ারম্যানের প্রান নাশের চেষ্টার অভিযোগ

প্রকাশঃ ০৫ মার্চ, ২০২৩ ০৪:৩৩:৫৫ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০২:১৪:৩০

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নব্য আওয়ামী লীগের যোগদানকৃত সদস্য সন্তোষ বিকাশ চাকমাকে হামলার চেষ্টা করা হয়েছে গতকাল রাত টায় নিজ বাড়ীতে ঘটনা ঘটে


খোঁজ নিয়ে জানা গেছে, বনযোগীছড়া সেনা বাহিনীর জোন সদর দপ্তরের পূর্বে এক কিলোমিটার দূরে চেয়ারম্যান পাড়া নিজ বাড়ি থেকে রাত ৯টায় নিজ বাড়ীর ৪০ মিটার দূরে অজ্ঞাত মূখে কাপড় পরিহিত  জন অস্ত্রধারী  ওত পেতে থাকে বিষয়টি খবর পেয়ে রাতে চেয়াম্যান ঘর থেকে কোন রকমে পালিয়ে যায়


বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, এমন ঘটনা ঘটবে কল্পনা করিনি


উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা জানান, শান্তিপূর্ণ পরিবেশেকে বিশৃঙ্খলা সৃষ্টি কারিদের তীব্র নিন্দা জানাচ্ছি তার পাশাপাশি ঘটনার জরিতদের চিহ্নত করে দ্রুত আইনের আওয়াতায় আনার দাবী করছি


থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খবর পেয়ে অদ্বিতীয় দুই সেনা বাহিনীর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসিসহ  দ্রুত ঘটনা স্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়


তিনি আরো বলেন, ভুক্তভোগী চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা এখনো সাধারণ ডাইরি করেনি জিডি করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

উল্লেখ্য বিগত ইউপি নির্বাচনে জেএসএসের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন পরে তিনি আওয়ামী লীগের যোগদান করেন 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions