রাঙামাটির বরকল থানার শতবর্ষ পুর্তি উদযাপন

প্রকাশঃ ০৫ মার্চ, ২০২৩ ০৩:৩৩:২৮ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০২:০৯:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার দুর্গম বরকল উপজেলার বরকল থানার শতবর্ষ পুর্তি উদযাপন করা হয়েছে। আজ শনিবার সকালে উদযাপন কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মীর তৌহিদ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণারয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সুবির কুমার চাকমা, উপজেলঅ নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সার্কেল পুলিশ সুপার আবদুল আউয়ালসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

আলোচনসভায় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ে অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর সাথে পুলিশ বাহিনী কাজ করছে। এক সময় পুলিশ দেখলে জনগন পালাত, ভয় পেত, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পুলিশকে জনবান্ধব ও আধুনিকায়ন করে। পুলিশিং বিট গঠন করে এর মাধ্যমে জটিল সমস্যা আলোচনান মাধ্যমে সমাধান করা হয়, এতে করে জনগণকে মামলা মোকাদ্দেমায় যেতে হয় না।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পাহাড়ে নানা প্রতিকুল পরিবেশের মধ্যে  পুলিশ বাহিনী কাজ করছে, তাদের তেমন লজিষ্টিক সাপোর্ট নেই, পাহাড়ের দুর্গম এলাকায় যেন তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে সে জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
আলোচনা সভার শুরুতে কেক কাটা ও বরকল শিশু পার্কের উদ্বোধন করা হয়।   

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions