প্রকাশঃ ০৩ মার্চ, ২০২৩ ০৯:৪৮:৪৬
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৯:৪৪:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পৌর স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বিকালে জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত তৃণমুল প্রতিনিধি সভার দ্বিতীয় অধিবেশনে এই ঘোষণা দেন কেন্দ্রীয় পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ।
পৌর কমিটির সভাপতি আমীর হোসেন ও সাধারন সম্পাদক ত্রিদিপ বড়ুুয়া গত ৮ বছরে কমিটিকে গতিশীল ও কার্যকর ভুমিকাসহ সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। একই সাথে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের জন্য জেলা কমিটিকে নির্দেশনা দেয় কেন্দ্রীয় কমিটি।
বিষয়টি নিশ্চিত করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান।