প্রকাশঃ ০৩ মার্চ, ২০২৩ ০৪:৩৭:৩৩
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৭:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ‘ভোটার হন নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে শহরের সিনিয়র জেলা নির্বাচন অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে বেলুন ও পয়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যোগ্য নাগরিকদের অবশ্যই ভোটার হাওয়া প্রয়োজন। এতে করে ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারেন। সেই প্রতিনিধি জনগনের পক্ষে কথা বলবে। একটি নিভুর্ল ভোটার তালিকা সুন্দর নির্বাচন করতে সহায়তা করে। নির্বাচনে নির্বাহী বিভাগ নির্বাচনকালীন সময়ে সহায়তা করতে বাধ্য এবং করে থাকে। নির্বাচন সফল ভাবে শেষ করতে প্রতিটি দপ্তর কাজ করে।
সব শেষ হালনাগদ অনুযায়ী রাঙামাটি জেলা ৫ লাখ ৫ হাজার ৪১৬ জন ভোটার। আলোচনা সভা শেষে স্মর্ট কার্ড বিতরণ করা হয়।