প্রকাশঃ ০২ মার্চ, ২০২৩ ০৬:১০:১৮
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৪:১৪:৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বুধবার (১মার্চ) সকালে বান্দরবান সচেতন ছাত্র সমাজ এর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বান্দরবানের লামা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের তীব্র প্রতিবাদ জানায় এবং ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলেও এখনো আসামীকে পুলিশ গ্রেফতার করতে না পারায় হতাশা ব্যক্ত করার পাশাপাশি আগামী ২৪ঘন্টার মধ্যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে না পারলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলে হুশিয়ারি প্রদান করেন।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাধবী মারমা, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, বান্দরবান মারমা ষ্টুডেন্ট কাউন্সিল এর সভাপতি উহ্লাচিং মারমা, বান্দরবান উইমেন অ্যাক্টিভিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক পাউসিং ম্রো, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক বিটন তঞ্চঙ্গ্যা, ম্রো স্টুডেন্ট ফোরামের সভাপতি চ্যংলক ম্রো, খুমি ষ্টুডেন্ট এসোসিয়েশন হিরো খুমীসহ সহ সচেতন ছাত্র সমাজ এর ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত : শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের লামা উপজেলার ৩নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্টির মারমা সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগে ভিকটিম বাদী হয়ে মো.কাউছার (৩৮) নামে এক ব্যক্তির নামে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে, পরে আসামীকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।