প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৬:৪৯
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১১:৩৪:০৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে এক নারীকে ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। আজ বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র রাঙামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি জজ কোর্টের আইনজীবি এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিরির সহসভাপতি থোয়াইক্য জাই চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি ম্রানু সিং মারমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রনেল চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ে গুম খুন নারী নির্যাতন ও ধর্ষণের বিচার হয় না বলে ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠছে। পাহাড়ের নারীরা ধর্ষকদের কাছে নিরাপদ নয়। বক্তারা অভিযুক্ত কায়সারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।