প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪১:৩০
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১১:৪৭:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ছটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও আকিব রায়হান। অভিযানে দুদকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গিয়েছে, রাঙামাটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধীন ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের সার্কুলার অনুযায়ী দৈনিক যাতায়াত ভাতা ১৫০ টাকা দেওয়ার কথা। অভিযোগ রয়েছে, সর্বশেষ বিগত দুই ব্যাচে কোনো টাকা দেয়া হয়নি। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম ১ হাজার টাকা করে নেয়া হয়েছে; যা মন্ত্রনালয়ের সার্কুলারে উল্লেখ ছিল না।
দুদকের সহকারী পরিচালক (এডি) আকিব রায়হান জানান, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে এসেছি। অভিযানে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র পাওয়া গেছে এবং সংগ্রহ করা হয়েছে। কমিশন সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন এই সহকারী পরিচালক।